ক্যাটাগরি

জয়পুরহাটে তরুণীকে ‘ধর্ষণের পর’ হত্যা

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, শনিবার সকালে উপজেলার মাঝিনা গ্রাম থেকে মেয়েটির লাশ উদ্ধার করেন তারা।

২২ বছর বয়সী মেয়েটির বাড়ি একই গ্রামে। তিনি অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 

প্রতিবেশীদের বরতে ওসি বলেন, মেয়েটি ওই গ্রামে তার ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার তার ভাই ভাবি বেড়াতে গিয়ে রাতে আর ফেরেনি। এ সময় মেয়েটি বাসায় একাই ছিল।

শনিবার সকালে প্রতিবেশীরা মেয়েটিকে ডাকাডাকি করার পরও কোন সাড়া না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

মেয়েটির ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাসায় ছিলাম না। সম্ভবত এ সুযোগে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

ওসি আরও বলেন, মেয়টির গলায় ওড়না পেঁচানো ছিল। তাকে  ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।