ঈদের পর শুক্রবার মধ্যরাতে প্রায় ফাঁকা সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ
জানিয়েছে।
নিহত তরুণীর নাম নিশি আক্তার বীনা (২২)। তার স্বজন মোস্তফা কামাল (৩০)
মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। তিনি মিরপুরের বাউনিয়া এলাকায় মুরগির ব্যবসা করেন।
রমনা থানার পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলটি কাকরাইলের দিক থেকে আসছিল। রমনা পার্ক পার হয়ে
বামে ঘুরতে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রোড ডিভাইডারে লাগিয়ে দেন চালক।
এতে আরোহী তরুণী ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। চালকও আহত হন।
দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা বীণাকে মৃত ঘোষণা
করেন। কামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।