ক্যাটাগরি

দুই বছর পর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব

নওগাঁর
জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, বিশ্বকবির জন্মোৎসবে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন
কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর আলোচনা, স্মৃতিচারণ,
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সাত দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হবে।

অনুষ্ঠানের
প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে দেশবরেণ্য রবীন্দ্র গবেষক,
সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন।

স্থানীয়
রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক মতিউর রহমান মামুন বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
নিজস্ব জমিদারি ছিল এই পতিসর। তিনি পতিসরে ১৯০৫ সালে প্রথম আসেন, শেষবার ১৯৩৭
সালে। এ সময়ের মধ্যে তিনি অনেকবার এসেছেন।

”এই পতিসরে
পিছিয়ে থাকা মানুষদের উদ্দেশ্য করেই তিনি তাল গাছ, দুই বিঘা জমি, বিদায় অভিশাপ-এর মতো
লেখা লিখেছেন। এখানে রয়েছে বিশ্বকবির নানা চিহ্ন।”

হারিয়ে
যাওয়া সেসব স্মৃতির কিছুটা সম্প্রতি উদ্ধার করা হলেও তা যথাযথ সংরক্ষণ করা করা
হচ্ছে না বলে মতিউর রহমানের অভিযোগ।

রবীন্দ্রভক্ত
ময়নুল ইসলাম ও সোহানা আকতার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে যেমন ছিলেন কবি; তেমনি
ছিলেন প্রজাবৎসল জমিদার।

তারা
আরও বলে, পতিসরে এসেই তিনি প্রথমে শিক্ষায় ও কৃষিতে এলাকার মানুষ অনেক পিছিয়ে আছেন
বলে উপলব্ধি করেন। নোবেল পুরস্কারের টাকা দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থা, সমবায়
ব্যাংক, স্কুল, গ্রামে- গ্রামে পাঠশালা স্থাপন করে শিক্ষার ব্যবস্থা করেছিলেন এই
এলাকায়।

এই স্মৃতিকে
ধরে রাখতে তার রেখে যাওয়া জমিতেই একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এই দুই
রবীন্দ্রভক্ত ও এলাকাবাসীর।