ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এবার একাধিক ক্রিপ্টোতে বিল নেবে গুচি

বিলাস সামগ্রী
নির্মাতা ইতালীয় এই ব্র্যান্ড লেনদেনের নতুন সেবা কয়েকটি  ‘ফ্লাগশিপ’
দোকানে চালু করবে এ মাসের শেষ নাগাদ। এর মধ্যে রয়েছে লস এঞ্জেলেসের ‘রোডিও
ড্রাইভ’
এবং নিউ ইয়র্কের ‘উস্টার স্ট্রিট’।

যেসব প্রতিষ্ঠান ভার্চুয়াল মুদ্রা গ্রহন করতে শুরু
করেছে, সে তালিকায় ফ্রান্সের ‘কিরিং’ মালিকানাধীন এই নামটি নতুন সংযোজন বলে প্রতিবেদনে
উল্লেখ করেছে বিবিসি।

স্টোরগুলোয়
‘বিটকয়েন’,
‘ইথেরিয়াম’
ও ‘লাইটকয়েন’
সহ বেশ কয়েকটি ক্রিপ্টোমুদ্রায় মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা।

পাশাপাশি, ‘শিবা
ইনু’
এবং ‘ডোজকয়েন’
ব্যবহারেও অর্থ গ্রহনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুরুতে এগুলো ‘মিম’
ক্রিপ্টোমুদ্রা, হিসেবে মূলত ‘রসিকতা’র ছলে তৈরি হয়েছিল।

ক্রিপ্টোর সাহায্যে স্টোরে অর্থ পরিশোধে ‘ডিজিটাল অ্যাসেট ওয়ালেট’ অ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের ‘কিউআর’ কোড সহ একটি ইমেইল পাঠানো হবে। এটি একটি আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপ,
যেটি মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়।

‘কিউআর’ বা ‘কুইক
রেস্পন্স’ কোড মূলত সাদা কালো রঙের হয়ে থাকে। এটি অনেকটা
দাবার ছকের মতো দেখতে বর্গক্ষেত্র, যা ফোনের মাধমে যাচাই করতে হয়। মহামারী শুরুর পর
থেকে এর ব্যবহার ব্যপক হারে বেড়েছে।

অদূর ভবিষ্যতে উত্তর আমেরিকার সকল স্টোরে এই সেবা
আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গুচি।

ঘোষণাটি এমন এক শীর্ষস্থানীয় ব্রান্ডের পক্ষ থেকে
এলো যা মূলধারার ব্যবসায় ক্রিপ্টোর গ্রহনযোগ্যতাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

টেক জায়ান্ট ‘মাইক্রোসফট’,
মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ‘এটিঅ্যান্ডটি’ এবং কফি চেইন ‘স্টারবাকস’
সহ বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলো এখন ডিজিটাল মুদ্রায় অর্থ গ্রহন করছে।

এ ছাড়া, বিটকয়েন দুটি দেশে মুদ্রা হিসেবে বৈধ হয়েছে
গত বছর। দেশগুলো হচ্ছে এল সালভাদর এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

এল সালভাদর সকল লেনদেনে মার্কিন ডলারের পাশাপাশি
ক্রিপ্টো ব্যবহারের ঘোষণা দেওয়ার পর থেকেই, ‘আন্তর্জাতিক অর্থ তহবিল’ দেশটির সিদ্ধান্ত পাল্টাতে চাপ দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে
বিবিসি।