সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জিতেছে আবাহনী। মেহেদি হাসান রয়েল দলকে এগিয়ে নেওয়ার পর জুয়েল রানা ব্যবধান দ্বিগুন করেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমানো গোলটি করেন রহমতগঞ্জের মেজবাহ উদ্দিন।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘকে ৩-২ গোলে হারিয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা কিংস।
প্রথমার্ধে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী। দুটি গোলেই পেছনের কারিগর ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো।
চতুর্দশ মিনিটে অগাস্তোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে আবাহনীকে এগিয়ে নেন রয়েল। ২২ তম মিনিটে অগাস্তোর পাসে বক্সের ভিতরে বল পেয়ে যান জুয়েল; আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
পুলিশ এফসির বিপক্ষে নিজেদের ঠিক আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন জুয়েল।
দ্বিতীয়ার্ধে খুব ধারালো আক্রমণ অবশ্য আবাহনী করতে পারেনি। তবে দলটির সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ঠিকই। যা তারা কাজে লাগাতে পারেনি। উল্টো যোগ করা সময়ে ব্যবধান কমায় রহমতগঞ্জ।
লিগের প্রথম পর্বে রহমগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন দোরিয়েলতন রদ্রিগেজ নাসিমেন্তো।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ম্যাচের একমাত্র গোলটি করেন রিয়াদুল হাসান।
এই জয়ের ফলে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে টেবিলের চারে উঠেছে সাইফ স্পোর্টিং। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২২।
সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে শেখ রাসেল।
আরেক ম্যাচে রাজশাহীর মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে তৃতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন এমএস বাবলু।
১৪ ম্যাচে এখন ২৭ পয়েন্ট শেখ জামালের। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা পিছিয়ে পড়ল ৮ পয়েন্টে।
১৯ পয়েন্ট নিয়ে আগের মতোই সপ্তম স্থানে পুলিশ এফসি।