খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, রোববার বিকাল সাড়ে ৪টায় খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।
বাবুল রানা জানান, ডায়াবেটিস ও ইউরিনের সমস্যাসহ জ্বরে আক্রান্ত হওয়ায় শনিবার মেয়রকে আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
তিনি জানান, কয়েক মাস আগে ঢাকা সিএমএইচে মেয়রের চিকিৎসা হয়েছে। রোববার আবার সেখানে ভর্তি করা হয়। সেখানে আগামী ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল সিটি মেয়রের চিকিৎসার সকল দেখভাল করছেন বলে বাবুল জানান।
মেয়রের সঙ্গে তার সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা রয়েছেন।