রোববার দুপুরে জয়পুরহাট পুলিশ
সুপার মাসুম আহম্মদ ভূঁঞা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে তাদের গ্রেপ্তার
করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার
মাঝিনা গ্রামের শ্রী শংকর মহন্তের ছেলে শ্রী রনি মহন্ত (৩০) এবং খোরশেদ মণ্ডলের
ছেলে জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)।
শনিবার সকালে উপজেলার মাঝিনা গ্রাম থেকে ২২ বছর বয়সী
স্নাতক (সম্মান) শ্রেণির এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার জাহিদ হাসান
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মামলার
বরাতে বলেন, শুক্রবার নিহত কলেজছাত্রীর বড় ভাই ও ভাবি বেড়াতে গেলে মেয়েটি বড়
ভাইয়ের বাড়িতে ঘুমাতে যান। বাড়ি ফাঁকা পেয়ে রনি ও জাহিদ সীমানা প্রাচীর টপকে ওই
ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় তাদের চিনতে পারায় শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।
এ ঘটনায় শনিবার নিহতের বড় ভাই
মোস্তাক হোসেন থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন বলে জানান পুলিশ সুপার।
সম্মেলনে আরও জানানো হয়, তথ্যপ্রযুক্তির
সহায়তায় ও গোপন সংবাদ পেয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই
ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারদের রোববার দুপুরে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এসপি মাসুম জানান।
আরও পড়ুন