ক্যাটাগরি

প্রথম নারী কমিশনার পেল বিএসইসি

রোববার কমিশনে যোগ দেওয়া এই অধ্যাপক বিএসইসির প্রথম নারী কমিশনার।

বিএসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার বছরের জন্য তাকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।

রুমানা ইসলামের যোগদানের মাধ্যমে বিএসইসিতে কমিশনার হলেন চারজন। এতদিন একটি কমিশনারের পদ শূন্য ছিল।

চেয়ারম্যান ও চার কমিশনার নিয়ে পুঁজিবাজারের এ নিয়ন্ত্রক সংস্থার কমিশন।

বিএসইসিতে যোগ দেওয়ার আগে অধ্যাপক রুমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন।

তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। পরে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের উপর পিএইচডি করেন।

২০০৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

গত এপ্রিলে সরকার অধ্যাপক রুমানাকে বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটের (আইসিএসআইডি) প্যানেল বিচারক হিসেবে মনোনীত করে।