ক্যাটাগরি

শঙ্খ নদীতে প্রাণ গেল দুই ভাইর

রোববার বিকেল সাড়ে
চারটার দিকে নদীর
পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া
অংশে এ দুর্ঘটনা
ঘটে।

মৃত শাহেদ (৫) ও রাব্বি (৩) ওই এলাকার
সাজ্জাদ হোসেনের ছেলে।

পুকুরিয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আসহাব
উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “দুই
শিশুর বাবা শঙ্খ
নদীর তীরে কৃষি
কাজ করছিল।
ওই দুই শিশুও
নদীর চরের কাছে
খেলছিল। খেলার একপর্যায়ে
হয়ত নদীতে পড়ে
ডুবে গেছে।”

বাঁশখালী উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান
চৌধুরী জানান, দুই শিশুকে
উদ্ধার করে হাসপাতালে
নেওয়ার পথে তাদের মৃত্যু
হয়। উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে দুই
শিশুর দাফন কাজের
জন্য ৪০ হাজার
টাকা দেওয়া
হচ্ছে।