আইপিএলে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে জয়ের ঠিকানায় নিয়ে যান হেটমায়ার। এবারের আইপিএলে তিনি এরকমই বিধ্বংসী ও কার্যকর। রান করেছেন ২৯১। ১১ ইনিংসের ৭টিতেই অপরাজিত থাকায় গড় ৭২.২৫। স্ট্রাইক রেট ১৬৬.২৮। শেষের ওভারগুলোয় (১৭-২০) সেই স্ট্রাইক রেট আরও ভালো, ২১৪.২৮।
এমন কার্যকর একজন ব্যাটসম্যানকে হারানো রাজস্থানের জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা। হেটমায়ার নিজেও তা বুঝতে পারছেন। যাওয়ার আগে তাই আইপিএলে ফেরার ইঙ্গিতও দিয়ে গেলেন, “বাচ্চারা পৃথিবীতে একবারই আসে… আমার এটি প্রথম সন্তান…। বিশেষভাবে জরুরি বলেই যাচ্ছি, তবে আমার (ক্রিকেট) সরঞ্জাম এখানেই রেখে যাচ্ছি।”
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তিনে আছে রাজস্থান। তারা প্লে অফে গেলে হেটমায়ারকে দেখা যেতে পারে আবার। প্লে অফ পর্ব শুরু ২৪ মে থেকে।