ক্যাটাগরি

কুমিল্লায় জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে
রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান।

নিহত মোহাম্মদ ইসরাফিল (২৮) ওই
গ্রামের হানিফ মিয়ার ছেলে। তার দশ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।

এ ঘটনায় চারজনকে আটক করার কথা জানিয়েছে
পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ইসরাফিলের
বাবা হানিফ মিয়ার সঙ্গে একই গ্রামের মোক্তল হোসেনের এক শতাংশ জমি নিয়ে আদালতে একটি
মামলা চলছে। রোববার দুপুরে মোক্তল হোসেনের ছেলে সজিব হোসেন, বোন নাসরিন আক্তার, আইরিন
আক্তার ও মোক্তলের স্ত্রী রহিমা বেগম বিরোধপূর্ণ স্থানে খড়ের গাদা তৈরি করছিলেন।

“এ সময় ইসরাফিল ও তার ভাই সালমান
তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোক্তল হোসেনের ছেলে সজিব ইসরাফিলকে কুড়াল দিয়ে ঘাড়ে
ও মাথায় আঘাত করেন। ইসরাফিলের চিৎকারে তার চাচাতো ভাই রামীম হোসেন, মা রিনা বেগম ও
চাচি আয়েশা বেগম এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর আহত করে।”

ওসি জানান, তাদের চিৎকার শুনে স্থানীয়রা
গিয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিলকে মৃত
ঘোষণা করেন।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসক আবুল হাশেম সবুজ বলেন, আহত রামীম, আয়েশা বেগম ও রিনা বেগমের অবস্থা ‘আশঙ্কাজনক’।
তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ইসরাফিলের মৃত্যুর খবর ছড়িয়ে
পড়লে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে মোক্তল হোসেন, তার মেয়ে নাসরিন, আইরিন ও মোক্তলের স্ত্রী
রহিমা বেগমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরও বলেন, ঘটনায় জড়িত সন্দেহে
মোক্তল হোসেন, তার স্ত্রী ও মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। তাছাড়া প্রধান অভিযুক্ত
সজিবকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।