ক্যাটাগরি

ডিএসইতে লেনদেন বাড়ল দ্বিগুণ, সূচকও ঊর্ধ্বমুখী

শেয়ার কেনার চাহিদা বাড়ায় বেশির ভাগ কোম্পানির শেয়ারদর
বেড়েছে, যা আগের দিনের নিম্নমুখী ধারা কাটিয়ে সূচককে করেছে ঊর্ধ্বমুখী।

এতে সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা
স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ২৫
পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৯
দশমিক ৪২ পয়েন্ট হয়েছে।

এদিন সূচক ও লেনদেন বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জেও (সিএসই)।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১০৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে হয়েছে ১৯ হাজার ৫৯৪ দশমিক ৮২ পয়েন্ট।

ঢাকার বাজারে এদিন ৯৭২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০৭ দশমিক ৪৯ শতাংশ বেশি। বৃহস্পতিবার ৪৬৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

রোববার ডিএসইতে মোট ৩৮০টি
কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়। এর মধ্যে ২১৬টির দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ৫২টির
দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার
৪৪৭ দশমিক ৪২ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩২ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪৪৯
দশমিক ২৫ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

জেএমআই হসপিটাল, বেক্সিমকো লিঃ, জিপিএইচ
ইস্পাত, ইউনিক
হোটেল, আইপিডিসি, অরিয়ন
ফার্মা, ইফাদ
অটোস, সাইফ
পাওয়ার, জেনেক্স
ইনফোসিস ও ডোরিন পাওয়ার।

দাম বাড়ার শীর্ষ ১০

শাইনপুকুর সিরামিকস, পেনিনসুলা চিটাগং, এএফসি
এগ্রো, অ্যাক্টিভ
ফাইন, শাশা
ডেনিমস, কাশেম
ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট
টেক্সটাইল, মেট্রো
স্পিনিং, জিবিবি
পাওয়ার ও ইফাদ অটোস।

দর হারানোয় শীর্ষ ১০

সিটি ব্যাংক, ইমাম বাটন, প্রগতি ইন্স্যুরেন্স, বিডি
ওয়েল্ডিং, ইস্টার্ন
ইন্স্যুরেন্স, ইউনিক
হোটেল, জেমিনী
সি ফুড, পাইওনিয়ার
ইন্স্যুরেন্স, পিপলস
ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল।

দেশের দ্বিতীয় বাজার সিএসইতে এদিন ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৭২টির দর বেড়েছে, ৯১টির কমেছে এবং ২৫টির
দর অপরিবর্তিত থাকে। এতে এ বাজারের সবগুলো সূচক বেড়েছে আগের দিনের চেয়ে।

রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১১৫
দশমিক ৭৯ শতাংশ বা ১৭ কোটি ১৪ লাখ টাকা বেড়ে ৩১ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।