ক্যাটাগরি

নারায়ণগঞ্জে জেনারেটর বিস্ফোরণে দগ্ধ ৩

উপজেলার
ভুলতায় ফ্রেস স্টিল মিলে রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ওই মিলের কর্মচারীরা
জানান।

দগ্ধরা
হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের মো. নাজমুল (২৭), মো. শামীম (৩২) এবং কুমিল্লার বাশার
(২৮)।

ওই মিলের
সুপারভাইজার মো. সুমন বলেন, জেনারেটর সার্ভিসিং করার সময় বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন।
তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি
করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তারা তিনজন
ওই মিলের শ্রমিক বলে জানান সুমন।

চিকিৎসকের
বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ
তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ শামিমের শরীরের ৪৫ শতাংশ, নাজমুলের ৬১ শতাংশ এবং বাশারের
২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের
চিকিৎসা চলছে বলেও জানান বাচ্চু মিয়া।