উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
গোলাম মোস্তফা জামান সিদ্দিকী শনিবার রাতে মামলাটি দায়ের করেন।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম রোববার জানান, মামলায়
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার গোহাইলবাড়ি গ্রামের ছমদু শেখের
ছেলে নওশের শেখ (৪৫), একই গ্রামের দেলোয়ার মোল্যা (৩৪), চণ্ডিবিলা গ্রামের মতিয়ার
রহমান (৪২) ও দেলোয়ার (৪০)।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ এপ্রিল দুপুরে স্থানীয় প্রভাবশালী দুপক্ষের
সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন; আহত হয়েছে আরও ১০ জন।
ওই দিন স্থানীয় প্রভাবশালী দুটি পক্ষের মধ্যে দফায় দফায়
সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।
গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে ওসি নুরুল আলম বলেন, ঘটনার
সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত
রয়েছে।
আগের খবর