ক্যাটাগরি

মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত সমীচীন নয়: হাছান মাহমুদ

রোববার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে
তিনি বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিইকে সাময়িক বরখাস্ত করা ‘সমীচীন’
হয়নি।

রেলমন্ত্রীর ‘আত্মীয়
পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় গত ৪ মে রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী আন্তঃনগর
‘সুন্দরবন এক্সপ্রেস’ এর তিন যাত্রীকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। কিন্তু রেলমন্ত্রীর
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি প্রকাশ্যে এলে
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। রেলমন্ত্রী শনিবার সাংবাদিকদের কাছে
দাবি করেন, আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা তিন যাত্রীর সঙ্গে তার
‘কোনো সম্পর্ক নেই’। যাত্রীদের সঙ্গে ‘খারাপ আচরণ করায়’ শফিকুলকে বরখাস্ত করা
হয়েছে বলে তিনি কর্মকর্তাদের কাছে শুনেছেন।

কিন্তু বিনা টিকেটেরে
ওই যাত্রীরা যে রেলমন্ত্রীর স্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় সে বিষয়টি তুলে ধরে প্রতিবেদন
প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। এরপর রোববার ফের সংবাদ সম্মেলনে এসে রেলমন্ত্রী
বলেন, টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা যে তার আত্মীয়, তা তিনি জানতেন না।

টিটিই শফিকুল বললেন, ‘শুকরিয়া’
 

টিকিটবিহীন যাত্রীর সঙ্গে আত্মীয়তা স্বীকার করলেন মন্ত্রী, টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার
 

টিটিই বরখাস্ত নিয়েও কিছু জানতাম না: রেলমন্ত্রী
 

রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠানের শুরুতে
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, “কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না
চেনার বক্তব্য সঠিক, তবে তার স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত সমীচীন নয়।”

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১০ ধাপ পিছিয়ে যাওয়া নিয়েও তথ্যমন্ত্রীকে প্রশ্ন
করেন সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, “বাংলাদেশকে
আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ নিজেরাই প্রমাণ
করেছে, তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।”

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান
প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর পরিচালনায়
এ অনুষ্ঠানে মন্ত্রী দশজন মায়ের হাতে ‘গরবিনী মা’ সম্মাননা স্মারক তুলে দেন।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব
কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।