গত মার্চে পর্বতারোহণের মৌসুম শুরু হওয়ার পর মাউন্ট এভারেস্টে কোনও বিদেশির মৃত্যুর খবর এটিই প্রথম। নেপালের এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
৫৫ বছর বয়সী কোস্ট্রিকিন শনিবার পর্বতের ৮,৮৪৮ মিটার উঁচু থেকে ঘুরে বেস ক্যাম্পে আসার সময় প্রায় ৫,৩৬০ মিটার (১৭,৫৮৫ ফুট) উচ্চতায় মারা যান।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা বিশ্ব কুমার ভট্টরাই বলেন, “রুশ ওই পর্বতারোহী ক্যাম্প-২ তে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে ক্যাম্প-১ এ নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।”
ক্যাম্প-২ এর উচ্চতা প্রায় ৬ হাজার ৪শ’ মিটার (২০,৯৯৭)। হাইকিং কর্মকর্তারা বলেছেন, আবহাওয়ার অবস্থা ভাল হলে কোস্ট্রিকিনের লাশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।
১৯৫৩ সালে পর্বতারোহণ শুরু হওয়ার পর মাউন্ট এভারেস্টে আরোহণ হয়েছে ১০,৬৫৭ বার। নেপাল এবং তিব্বত দুই অংশ দিয়েই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছে মানুষ।
অনেকে কয়েকবারও সেখানে চড়েছেন। হিমালয়ের ডাটাবেসের তথ্যানুসারে, পর্বতারোহণ করতে গিয়ে এ পর্যন্ত ৩১১ জন মারাও গেছেন।