ক্যাটাগরি

মানিকগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

ঢাকা-আরিচা
মহাসড়কে উপজেলার মূলজান এলাকায় বুধবার দুপুরে সেলফি পরিবহন ও জননী পরিবহনের বাসের
মুখোমুখি সংঘর্ষ হয় বলে সদর থানা ওসি আব্দুল রউফ জানান।

ঘটনাস্থলেই
নিহত ওই ব্যক্তির পরিচয় পুলিশ এখনও জানতে পারেনি।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা
কর্মকর্তা (আরএমও) ডা. কাজী এ কে এম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক
দুর্ঘটনায় আহত মোট ২২ জন  হাসপাতালে আসেন।

এর মধ্যে তিনজন
নারী ও ছয়জন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আটজনকে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে এবং পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু
সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে রাস্তাঘাট স্বাভাবিক করেছে পুলিশ।