ক্যাটাগরি

যশোরের সাংবাদিক শিকদার খালিদ হামলায় আহত, গ্রেপ্তার ১

শুক্রবার রাতে যশোর শহরতলীর বিরামপুর কালীতলায় এ হামলা হলেও বিষয়টি জানাজানি হয় পরে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, একুশে টেলিভিশন ও দৈনিক দেশ রূপান্তরের যশোর জেলা প্রতিনিধি। এছাড়া তিনি স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকার বার্তা সম্পাদক।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় হাঁস লিটন, তার স্ত্রী জাহানারা ও সহযোগী তৌহিদকে আসামি করা হয়েছে।

পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে; লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

তবে গ্রেপ্তার ব্যক্তির নাম জানায়নি পুলিশ।

হাসপাতালে শিকদার খালিদ সাংবাদিকদের বলেন, বিরামপুর কালীতলার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে লিটনের সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে।

“শুক্রবার রাতে লিটন জরুরি কথা আছে বলে মোবাইল ফোন করে আমাকে তার বাড়ি যেতে বলেন। পরে সেখানে যাই এবং বাড়ির ছাদে কথা বলার এক পর্যায়ে লিটনের নেতৃত্বে সহযোগী টাইলস মিস্ত্রি তৌহিদ আমার ওপর আচমকা আক্রমণ করেন।”

তৌহিদের বাড়ি শহরের বারান্দী মোল্লাপাড়ায় বলে জানান তিনি।

হামলার বিবরণে খালিদ বলেন, লিটন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। আর তৌহিদ লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। জখম হয়ে পড়ে গেলে লিটনের স্ত্রী জাহানারা তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন সেট কেড়ে নেন। এ ছাড়া তৌহিদ তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেন।

শিকদার খালিদ আরও বলেন, গুরুতর জখম অবস্থায় তাকে গুম করার উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন হামলাকারীরা। কিন্তু তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান চিকিৎসকের বরাতে জানান, শিকদার খালিদের মাথায় মারাত্মক আঘাত হয়েছে। তার একটি পা ভেঙে গেছে। শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে; অবস্থা সঙ্কটজনক।

সাংবাদিকদের নিন্দা, প্রতিবাদ

যশোর প্রেসক্লাব এক বিবৃতিতে বলেছে, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য শিকদার খালিদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে শহরতলীর বিরামপুরের শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারিরা খালিদের উপর হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করেছে।

এদিকে, এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

তারা এক বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় যশোরের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এক বিবৃতিতে তাদের সদস্য ও দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচআর তুহিনসহ নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।