ক্যাটাগরি

হালদায় ১০ হাজার চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রাম অঞ্চলের
নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি দল রোববার সকাল ১০টা
থেকে এক ঘণ্টা নদীর মোহনা ও কচুখাইন এলাকায় এই অভিযান চালায়।

অভিযানে একটি
নৌকা জব্দ করা গেলেও রেণু শিকারে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ।

নৌ পুলিশের ওসি
এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কচুখাইন এলাকায় অবৈধভাবে চিংড়ির
রেণু ধরার সময় কয়েকটি ঠেলা জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে
শিকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়।

“এ সময় প্রায়
১০ হাজার চিংড়ি রেণু উদ্ধার করা হয়। সেগুলো আবার নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।”

এখন চিংড়ির প্রজনন
মৌসুম জানিয়ে মিজানুর বলেন, এসব রেণু ধরে প্রতিটি ১০টাকা হিসাবে বিক্রি করা হয়। কর্ণফুলী
ও হালদার চিংড়ি রেণুর চাহিদা আছে।

জব্দ করা জালগুলো
ধ্বংস করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।