ক্যাটাগরি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রোববার রাতে এবং সোমবার ভোরে ওই দুই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে কলাবাগান এলাকার ৭২ বছর বয়সী উজির আহমেদ আগে ব্যবসা করতেন, তার বাড়ি কুমিল্লায়। আর নৌবাহিনীর অর্কেস্ট্রা দলের সদস্য মোস্তফা পরাগের বাসা মিরপুরের কাফরুলে।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশনস) জাফর হোসেন বলেন, উজির আহমেদ ধানমণ্ডি আট নম্বর সড়কে কোথাও যাওয়ার জন্য অটোরিকশা ঠিক করছিলেন। এ সময় সাভার পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নৌবাহিনীর সদস্য মোস্তফা পরাগ রোববার রাতে মোটরসাইকেলে করে মিরপুরের কাফরুলের বাসায় ফেরার সময় দুর্ঘটনায় পড়েন। তিনি নৌ বাহিনীর ঘাঁটি হাজী মহসিনে কাজ করতেন।

মোহাম্মদপুর থানার এসআই চয়ন সাহা জানান, আসাদগেইটের সিগন্যাল পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মোস্তফাকে চাপা দেয়। ট্রাকটি চাকার সঙ্গে প্রায় দেশড় ফুট হেঁচড়ে নিয়ে যায় মোস্তফাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিসি ক্যামেরার ভিডিও দেখে ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মোস্তফার মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআই চয়ন সাহা।