ক্যাটাগরি

সার্জিক্যাল সুতা চুরি: ঢামেক কর্মচারী হাকিম কারাগারে

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম
আদালতের বিচারক মুহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ
দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই  নিজাম উদ্দিন ফকির জানান, এর আগে শাহবাগ
থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

দণ্ডবিধির ৩৮১ ধারার এ
মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড আবেদন করা
হয়নি। তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন।


ঢাকা মেডিকেলে সার্জিক্যাল সুতাসহ কর্মচারী সমিতির নেতা গ্রেপ্তার
 

শুনানিতে তিনি বলেন, “আসামি একজন
হার্টের রোগী, ব্লক রয়েছে।
তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। মানবিক দিক বিবেচনায় তার জামিনের
প্রার্থনা জানাচ্ছি।”

শুনানি শেষে আদালত ১২ মে মামলার তদন্ত
কর্মকর্তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য তারিখ ঠিক করে আসামিকে কারাগারে
পাঠানোর আদেশ দেয়।

২৪ বাক্স সুতাভর্তি একটি ব্যাগসহ হাকিমকে রোববার
দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান গেইট থেকে আটক করে র‌্যাব-৩। পরে তাকে শাহবাগ
থানায় হস্তান্তর করে।

ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানিয়েছিলেন, প্রতিটি
সুতার দাম ৫ থেকে ৬শ টাকা। তার ব্যাগে এরকম পাঁচ শতাধিক সুতা পাওয়া গেছে।

আব্দুল হাকিম চতুর্থ শ্রেণির কর্মচারী।
হাসপাতালের ২১৪ নম্বর (সার্জারি) ওয়ার্ডের এই কর্মী বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি
কর্মচারী কল্যাণ সমিতির ঢাকা মেডিকেল শাখার সমজাকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে
আছেন।