কয়েক রাউন্ড ধরেই সিটির ঘাড়ে শ্বাস ফেলছিল লিভারপুল। কিন্তু
ঘরের মাঠে রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে সিটির জয় এবং আগের দিন টটেনহ্যাম
হটস্পারের বিপক্ষে লিভারপুলের ১-১ ড্রয়ে বেশ বদলে গেছে পরিস্থিতি।
শুধু পয়েন্টের হিসেবেই নয় গোল পার্থক্যেও লিভারপুলের চেয়ে
এগিয়ে সিটি। সব সমীকরণ পক্ষে থাকলেও বাকি ম্যাচগুলো জিতেই শিরোপা ধরে রাখার কাজ
সারতে চান গুয়ার্দিওলা। বিন স্পোর্টসকে জানালেন, লিভারপুলকে আর কোনো সুযোগ দিতে
চান না তারা।
“আমাদের
নয় পয়েন্ট বা ছয় পয়েন্ট দরকার এখন। এটা নির্ভর করছে গোল পার্থক্যের ক্ষেত্রে পরের দুই
ম্যাচে কি ঘটে তার ওপর। তবে এখন বুধবারের ম্যাচটি (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স) আমাদের
জন্য আসল ম্যাচ, আসল ফাইনাল ম্যাচ।”
“আমরা সেখানে জেতার
চেষ্টা করব। আমাদের ভাগ্য এখন আমাদের নিজেদের হাতে এবং এটা গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের
দিকে তাকাতে হবে। এক পয়েন্ট বা তিন পয়েন্ট দিয়ে কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এটা করতে
হবে।”