কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী
মজুমদার বলেন, উদ্ধারকাজের পর সোমবার দুপুর দেড়টায় ট্রেন চালু হয়েছে। এতে
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালীর পথে ট্রেন চলাচল শুরু করেছে।
ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী
ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
কুমিল্লায় বগি লাইনচ্যুত, তিন পথে ট্রেন বন্ধ
দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন
লাকসাম রেলওয়ে জংশনে এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘তূর্ণা নিশিতা এক্সপ্রেস’
ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে আটকা পড়ে।
এ ছাড়া কুমিল্লা রেলওয়ে স্টেশনে পণ্যবাহী দুটিসহ আরও কয়েকটি ট্রেন
বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বিকল্প পথে গন্তব্যে রওনা করেন।
রেল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে
ঢাকাগামী মালবাহী ট্রেনটির মাঝখানের তিনটি বগি লাইনচ্যুত হয়। লাকসাম ও আখাউড়া রেলওয়ে
জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।