ক্যাটাগরি

চাঁদপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

উপজেলার
বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাটের বাড়ি থেকে সোমবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা
হয়েছে বলে চাঁদপুর থানার ওসি মো. আব্দুর রশিদ জানান।

নিহত
রূপা বেগম (২৮) মুন্সীরহাটের নাছির দেওয়ানের স্ত্রী। নাছির পেশায় একজন রংমিস্ত্রি।
তাদের দুটি সন্তান রয়েছে।

ওসি
বলেন, স্ত্রী-সন্তান নিয়ে নাছির ওই এলাকার মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রোববার
রাতে কোনো একসময় হত্যাকাণ্ডটি ঘটে। সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

তবে
হত্যাকাণ্ডের কোনো কারণ বের করতে পারেনি পুলিশ।

ওসি
বলেন, বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নাছিরকে আটকের চেষ্টা চলছে।