ক্যাটাগরি

ছবিতে রাশিয়ায় বিজয় দিবসের কুচকাওয়াজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের জয়কে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের কারণে এবছর এই দিবসের কুচকাওয়াজের দিকে নজর ছিল বিশ্বের।

  • রাশিয়া ৯ মে অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির বিরুদ্ধে নিজেদের ৭৭তম বিজয় দিবস পালন করছে।ছবি: রয়টার্স

  • বিজয় দিবসের কুচকাওয়াজে হাজার হাজার রুশ সেনা অংশ নেয়।ছবি: রয়টার্স

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জয়কে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া।ছবি: রয়টার্স

  • রাশিয়ার মস্কোতে প্রতিবছর ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজন করা হয়। কিন্তু ইউক্রেইন যুদ্ধের কারণে এ বছরের কুচকাওয়াজ আন্তর্জাতিক মহলে আলাদা গুরুত্ব পেয়েছে। ছবি: রয়টার্স

  • বিজয় দিবসে মঞ্চে ভাষণ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে তিনি পশ্চিমাদের কঠোর সমালোচনা করেন।ছবি: রয়টার্স

  • বিজয় দিবসের কুচকাওয়াজে দর্শকের সারিতে থাকা ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ছবি: রয়টার্স

  • মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের প্যারেডে অংশ নেওয়া রাশিয়ার ট্যাংকবহর।ছবি: রয়টার্স

  • পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রিভ নাৎসি জার্মানির বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন করতে ওয়ারশ’র সোভিয়েত মিলিটারি কবরস্থানে গেলে এক বিক্ষোভকারী তার মুখে লাল রঙের তরল ছুড়ে দেন। ছবি: রয়টার্স

  • রুশ সেনাদের হাতে অবরুদ্ধ ইউক্রেইনের মারিউপোলের বাসিন্দারা নাৎসি জার্মানির বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপনে রাস্তায় নেমে আসেন। এসময় এই বৃদ্ধাকে কাঁদতে দেখা যায়।ছবি: রয়টার্স