শাহীন আলম নামের এই
শিক্ষার্থী ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকাল সাড়ে ৯টায় অনশন শুরু করেছেন।
সরকারের একটা চাকরির
নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানিও পান করবেন না বলে জানিয়েছেন।
শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
ঝিনাইদহ কেন্দ্রীয়
শহীদ মিনার চত্বরে একটা হ্যান্ড মাইকে তিনি তার আবেদন জানাচ্ছেন।
তিনি বলেন, সরকারের
বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করছেন; কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে চাকরি পাচ্ছেন না।
“চাকরি যদি না-ই হবে
তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিল।”
শাহীন আলম ঝিনাইদহের
মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি
পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। ২০১৯ সালে স্নাতক (সম্মান) পাস করেন। বর্তমানে তিনি মাস্টার্সের
শিক্ষার্থী।
শাহীন আলম লেখাপড়ার
পাশাপাশি বে-সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি নিজ উদ্যোগে
ভারত, বাংলাদেশের প্রায় ২শ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।
শাহীন আলম বলেন, তার
সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে যাচ্ছে; অথচ সব্বোর্চ ডিগ্রি নিয়েও চাকরিতে ঢুকতে পারছেন
না।
তার ভাষ্য, বিভিন্ন
দপ্তরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে হার মেনেছেন।
এ ব্যাপারে ঝিনাইদহ
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সেলিম রেজা বলেন, তিনি শাহীনের সঙ্গে দেখা করেছেন।
তাকে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন পাঠাতে বলেছেন।