ক্যাটাগরি

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র ৩ দিনের রিমান্ডে

সোমবার ঢাকার মহানগর হাকিম তামান্না
ফারাহ শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন।

এই
পাঁচজন হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল
কাইয়ুম (২৪), একই বর্ষের  সমাজবিজ্ঞান বিভাগের পলাশ মিয়া (২৪) ও মাহমুদ ইরফান
(২৪), বাংলা বিভাগের ফয়সাল ইসলাম (২৪) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম
বর্ষের জুনায়েদ বুগদাদী (১৯)।

এর আগে গত ২৮ এপ্রিল নিউমার্কেটে
শিক্ষার্থী ও দোকানকর্মীদের সংঘর্ষে নাহিদ হত্যা মামলায় তাদের দুই দিনের রিমান্ড
দেয় আদালত। গত ১ মে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায়
তাদের গ্রেপ্তার দেখাতে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন
তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।

সে আবেদনে পাঁচ শিক্ষার্থীকে
গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানি হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবী
রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের
তিন দিনের রিমান্ড দেয় বলে জানান, আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের
উপ-পরিদর্শক শরীফ সাফায়েত হোসেন।

গত
১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের কথা কাটাকাটির
পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ডেকে আনে।

তারা
গিয়ে মারধরের শিকার হওয়ার পর ছাত্রাবাসে ফিরে আরও শিক্ষার্থীদের নিয়ে সোমবার মধ্যরাতে
নিউ মার্কেটে হামলা চালাতে গেলে বাঁধে সংঘর্ষ।

ওই সংঘর্ষ চলে পরদিনও। দিনভর সংঘর্ষের
সময় ডেলিভারিম্যান নাহিদকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়। ঢাকা মেডিকেলে
চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

২০
এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতদের
আসামি করে একটি হত্যা মামলা করেন।

ওই
মামলায় তদন্তে নেমে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আরও পড়ুন

নাহিদ হত্যা: রিমান্ড শেষে ঢাকা কলেজের ৫ ছাত্র কারাগারে
 

নাহিদ হত্যায় গ্রেপ্তার ঢাকা কলেজের ৫ ছাত্র রিমান্ডে