রোববার রাতে উপজেলার সোবহানপুর এলাকায় এ
দুর্ঘটনা ঘটে বলে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান।
নিহত তুষার (২২) চাটখিলের শ্রীনগর গ্রামের
সাদের হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনার্স দ্বিতীয়
বর্ষের ছাত্র ছিলেন।
আহতরা হলেন- একই গ্রামের আবদুল আউয়ালের ছেলে
মো. হাসান (২৫) ও দশঘরিয়া গ্রামের জাকির হোসেনের
ছেলে কবির হোসেন ফরহাদ (১৮)।
ওসি বলেন, রাত ৯টার দিকে তুষার, হাসান ও
ফরহাদ এক মোটরসাইকেলে সোমপাড়া থেকে কাশিপুর যাচ্ছিলেন। বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ
হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চাটখিল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া হাসানকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী
জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ফরহাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।