র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল
রিয়াজ শাহরিয়ার জানান, নগরীর সাগরপাড়া গ্র্যান্ড তোফা হল ভবন থেকে রোববার রাতে তাকে
গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে ওই এলাকার
একটি পরিত্যক্ত বাড়ি থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও পিস্তল উদ্ধার করা হয়
বলে তিনি জানান।
গ্রেপ্তার আবু বক্কার সিদ্দিকী রাতুল
পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে।
রাতুল পাবনা জেলা ছাত্রলীগের
কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের
ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
সদ্য বিলুপ্ত ওই দুটি কমিটির পদে
ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা এর আগে নিশ্চিত করেছিলেন।
লেফটেনেন্ট
কর্নেল রিয়াজ বলেন, বৃহস্পতিবার অস্ত্র হাতে রাতুলের কয়েকটি ছবি ফেইসবুকে ভাইরাল
হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে ছায়া তদন্ত করে র্যার। এরপর র্যাবের
একটি টিম রাতুলকে আটকে অভিযান চালায়।
রাজনৈতিক
দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কথা রাতুল স্বীকার
করেছেন বলে জানান রিয়াজ।
রিয়াজ বলেন, “লোকজন যেন তাকে ভয়
পায় এবং নিজেকে বড় সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে রাতুল অস্ত্র হাতে ফেইসবুকে ছবি
দিয়েছেন।”