তার নাম মোহাম্মদ রিজওয়ান (২১)। বাড়ি জয়পুরহাটের কালাই থানা এলাকায়। সেখানার একটি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রিজওয়ান ও তার বড় ভাই রাজু বনশ্রীর ই ব্লকের আট নম্বর সড়কে একটি ছয় তলা ভবনের ছাদের একটি কক্ষে থাকতেন।
সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, “ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে সে আত্মহত্যার চেষ্টা করে।”
আহত অবস্থায় রিজওয়ানকে তার ভাই রাজু প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
ওসি জানান, রিজওয়ান গ্রামে পড়াশোনা করলেও রাজু তাকে ঢাকায় নিয়ে আসেন একটি চাকরি দেওয়ার জন্য।
তবে রিজওয়ান কী কারণে আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। মৃতদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।