ক্যাটাগরি

সিনেমা হল আধুনিকায়নে ঋণ আবেদনের সময় বাড়ল

এ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিতে আবেদনের সময় নির্ধারিত ছিল গত ৩১ মার্চ।

সেই সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে রোববার বাংলাদেশ
ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ জানিয়েছে।

প্রেক্ষাগৃহগুলো আধুনিক করার মাধ্যমে দেশের চলচ্চিত্রের হারানো অতীত
ফিরিয়ে আনার লক্ষ্যে গত বছরের ১৪ ফেব্রুয়ারি হল মালিকদের স্বল্প সুদে ঋণ দিতে একটি
পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং প্রবিধি ও নীতিবিভাগের জারি করা সার্কুলারে বলা হয়, এক হাজার
কোটি টাকার স্কিম হতে প্রথম ধাপে ৫০০ কোটি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ধাপের
বিতরণ ও আদায় সুষ্ঠু হওয়া সাপেক্ষে দ্বিতীয় ধাপে ৫০০ কোটি টাকা বিতরণ করা হবে।

এ ঋণের অর্থ দিয়ে সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন যন্ত্রাংশ সংযোজন,
নতুন সিনেমা হল নির্মাণ করতে পারবেন উদ্যোক্তারা।

তবে শর্ত রয়েছে, চলতি মূলধন বাবদ কোনোরূপ ব্যয় করতে এ তহবিলের অর্থ ব্যবহার
করা যাবে না। একজন গ্রাহক ১০ কোটি টাকার বেশি ঋণ পা্বেন না। ঋণের মেয়াদ হবে এক বছরের
গ্রেস পিরিয়ডসহ ৮ বছর।

ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত প্রচলিত বিধিবিধান ও ব্যাংক-গ্রাহক সম্পর্কের
ভিত্তিতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।