ক্যাটাগরি

হালিশহরে পরিত্যক্ত বাড়ির পাশে যুবকের লাশ

সোমবার হালিশহর এইচ ব্লকের ১ নম্বর
সড়কের ৪ নম্বর
বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে মারুফ (২০) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

হালিশহর সবুজবাগের
আনন্দধারা হাউজিং এলাকায় নানীর সঙ্গে থাকতেন মারুফ। এই এলাকায় তিনি অটোরিকশা
চালাতেন। তার মা থাকেন কিশোরগঞ্জে।

হালিশহর থানার
ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,এইচ ব্লকের যে বাড়ির পাশ থেকে মারুফের
মৃতদেহ উদ্ধার করা হয় সেটা
পরিত্যক্ত ছিল।

“ওই বাড়ির
সীমানা প্রাচীরের পাশে নালার
মধ্যে উপুড় হয়ে
পড়ে থাকা অবস্থায়
লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি
অর্ধগলিত অবস্থায় ছিল।”

কয়েকদিন আগে
তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

অটোরিকশা চালক মারুফ
কেন সেখানে গেল
কিংবা কিভাবে
তার মৃত্যু হয়েছে- এসব বিষয় খতিয়ে
দেখা হচ্ছে বলে জানান ওসি।