ক্যাটাগরি

পুরান ঢাকার ঐতিহ্য ঘিরে ইইউর ‘রিভার হেরিটেজ’

সোমবার রাতে ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি চলবে।

পুরান ঢাকার স্থাপত্য ঐতিহ্যকে তুলে ধরতে ইউরোপিয়ান ইউনিয়ন ইনস্টিটিউটস ফর কালচারের এই প্রকল্পে সহযোগিতা করবে আলিয়ঁস ফ্রঁসেস, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, ঢাকার স্পেনিশ দূতাবাস, বেলজিয়াম দূতাবাস এবং ইউরোপীয়ন ডেলিগেশন।

চার্লস হোয়াইটলি জানান, ‘রিভার হেরিটেজ’ প্রকল্পে ঢাকা, মুম্বাই, ত্রিবান্দ্রম ও প্যারিসের বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপত্যকলার ৮০ জন শিক্ষার্থী কাজ করবেন।

তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ঐতিহ্য, অর্থনীতি, নগর কৃষি, প্রথাগত উদ্ভাবনী কর্মকাণ্ড, অপ্রাতিষ্ঠানিক খাত, জনপরিসর বিভাজন এবং আটটি ঘাটের করপোরেট সংস্কৃতির মতো বিষয়ে অনুসন্ধান চালাবে।

হোয়াইটলি বলেন, “এর মাধ্যমে পুরান ঢাকার স্থাপত্য ঐতিহ্যের দিকে মনোযোগ দেওয়া হবে। এখানকার মানুষের জীবনযাত্রা এবং নদী ও নগরের মধ্যে যে জটিল সম্পর্ক- সেজন্যই এই প্রকল্পটি নেওয়া।”

প্রকল্পের অনুসন্ধানের ফলাফল পরবর্তীতে বই আকারে প্রকাশিত হবে।

সংবাদ সম্মেলনে স্থপতি কমলিকা বোস বলেন, “ঢাকার চারদিকে নদী রয়েছে, যেগুলো শহরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নদীকে ঘিরেই এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।”

ভিজুয়াল আর্টিস্ট আশফিকা রহমান জানান, এই প্রকল্পের অধীনে নদীতে বিশেষ নৌকা রাখা হবে।

“এতে বায়োস্কোপের মত পুরান ঢাকার হারানো ঐতিহ্যগুলো দেখানো হবে। পাপেট শো, ট্রাভেল ফটোগ্রাফি শো থাকবে। স্থানীয়দের আমরা ক্যামেরা দিয়ে দিব- তাদের ছবি আর্কাইভ আকারে প্রদর্শন করা হবে।”

পুরান ঢাকার ঐতিহ্য ফুটিয়ে তুলতে এটি একটি অন্যরকম প্রয়াস হবে বলে মন্তব্য করেন তিনি।