ক্যাটাগরি

বরুশিয়া থেকে সিটিতে হলান্ড

ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে প্রিমিয়ার লিগে ক্লাবটি জানায়, নরওয়ের এই ফরোয়ারার্ডকে দলে নিতে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে তারা। আগামী ১ জুলাই সিটিতে যোগ দেবেন হলান্ড।

গণমাধ্যমেরর খবর, হলান্ডের ‘রিলিজ ক্লজের’ সাত কোটি পাঁচ লাখ ইউরো দিতে সম্মত হয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

বিবৃতিতে সিটি জানিয়েছে, হলান্ডের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলী চূড়ান্ত করা সাপেক্ষে বরুশিয়ার সঙ্গে তার দলবদলের চুক্তি সম্পন্ন করেছে।

চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি।

হলান্ডের বাবা আলফ-ইঙ্গে হলান্ডও খেলেছিলেন সিটির হয়ে, ২০০০ থেকে ২০০৩ সালের মধ্যে।

অস্ট্রিয়ার ক্লাব সালসবুর্কে এক বছরের ছোট্ট অধ্যায়ে নিজের জাত চেনানো হলান্ডকে ২০২০ সালের শুরুতে দলে টানে ডর্টমুন্ড। বুন্ডেসলিগার ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচেই বদলি নেমে তিনি করেন হ্যাটট্রিক। এরপর থেকে নিয়মিত সামর্থ্যের ঝলক দেখিয়ে হয়ে উঠেছেন সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন।

চলতি মৌসুমে চোট বেশ ভোগালেও দারুণ ছন্দে আছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে করেছেন ২৮ গোল।

হলান্ড বরুশিয়াতে যোগ দেওয়ার পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে এই সময়ে কেবল লেভানদোভস্কি (১২২) ও পিএসজির কিলিয়ান এমবাপে (৮৯) তার চেয়ে বেশি গোল করেছেন। ২১ বছর বয়সী হলান্ড করেছেন ৮৫টি।

এই সময়ের মধ্যে ম্যাচ প্রতি গড়ে ১.০৭টি গোল করেছেন হলান্ড। এখানে তার চেয়ে এগিয়ে কেবল লেভানদোভস্কি (১.১৮)।