ক্যাটাগরি

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হলেন নসিমন চালক

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়
হরিরামপুর-ঝিটকা সড়কে উপজেলার চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর
থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান।

নিহত এরশাদ মোল্লা (৩০) হরিরামপুর
উপজেলার কামারঘোনা গ্রামের লালচান মোল্লার ছেলে।

হরিরামপুর থানার এসআই অতুল কুমার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটভর্তি ড্রাম ট্রাকটি হরিরামপুর থেকে ঝিটকা
যাচ্ছিল। পথে সেটি নসিমনকে চাপা দেয়। এতে এরশাদ গুরুতর আহত হন। 

চালা বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ
বলেন, ট্রাকের
চাপায় নসিমন চালকের বুকের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। তাকে মানিকগঞ্জ আড়াইশ
শয্যার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)
কাজী এ কে এম রাসেল বলেন, আহত এরশাদকে ১১টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। তার
আগেই তিনি মারা যান।

পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে
গেছে। মামলার প্রক্রিয়া চলছে।