থাইল্যান্ডের ব্যাংককে মঙ্গলবার
শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে একই ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমস
হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করেছিল দল।
টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে
পুল ‘বি’তে শীর্ষে থাকা বাংলাদেশ বাছাইয়ের সেমি-ফাইনাল খেলা
নিশ্চিত করেছে। একই সঙ্গে পকেটে পুরেছে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকেট। বাইলজ
অনুযায়ী বাছাই থেকে ছয় দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।
গোলহীন প্রথম কোয়ার্টারের পর
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নারে এগিয়ে যায় বাংলাদেশ।
২২তম মিনিটে পেনাল্টি স্ট্রোকে ব্যবধান দ্বিগুণ করেন খোরশেদুর রহমান।
৪৩তম মিনিটে বিপুল ভারনাকুলার
ফিল্ড গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় শ্রীলঙ্কা। কিন্তু ৫২তম মিনিটে রোমান সরকারের
ফিল্ড গোলে ফের ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের
শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত শুক্রবারই হঠাৎ করে এশিয়ান
গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে,
তার নিশ্চয়তা নেই। তবে গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই চলছে।