ক্যাটাগরি

সাতক্ষীরায় দাহ্য পদার্থে দগ্ধ সেই তরুণীর মৃত্যু

সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের তীরে বর্তমান স্বামীর সঙ্গে বসে থাকা অবস্থায় একদল লোক তাদের গায়ে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, এই ঘটনায় এই নারীর সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাবেক স্বামীর বিরুদ্ধে ‘এসিড’ নিক্ষেপের অভিযোগ
 

ওসি কাঞ্চন জানান, ঘটনার পরদিন শুক্রবার মেয়েটির বাবা বাদী হয়ে সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিন জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেছেন।

মামলা ২ নম্বর আসামি শেখ তুহিন হোসেনকে (২১) ওইদিন সন্ধ্যায় তার বাড়ির পাশ থেকে এবং প্রধান আসামি সাদ্দাম হোসেনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাদ্দাম হেসেন সেখানে পুলিশের তদারকিতে রয়েছেন।

মারা যাওয়া গৃহবধূর বর্তমান স্বামীও ওইদিন দগ্ধ হয়েছেন। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।