পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) মঙ্গলবার থর্প পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে, “গ্রাহাম থর্প সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
তার অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পিসিএ।
ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলা থর্প গত মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।
আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। ওই সফর দিয়েই দলটির কোচ হিসেবে থর্পের পথচলা শুরু হওয়ার কথা।
গত এক দশকের বেশি সময় ধরে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন থর্প। অস্ট্রেলিয়ায় সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন আনা হয়। চাকরি হারান থর্পসহ প্রধান কোচ ক্রিস সিলভারউড, ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস।