ক্যাটাগরি

গুলশানে অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

জিন্স ও সাদা টি শার্ট পরা আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় পুলিশ জানতে পারেনি। মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর অটোরিকশা চালকই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশা চালক আবুল কালাম পুলিশকে বলেছে, নতুনবাজার এলাকায় তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয় ওই বাইসাইকেল চালক।”

অটোরিকশা চালক কালাম আহত ওই যুবককে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তিনিই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

পুলিশ ওই অটোরিকশা চালককে আটক করেছে জানিয়ে বাচ্চু মিয়া বলেন, “আমরা নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।”