ক্যাটাগরি

ফ্যান্টাসি কিংডমে ভিড়ের সঙ্গে ছাড়ের প্যাকেজ

সোমবার ফ্যান্টাসি কিংডমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন থেকে টানা পাঁচ দিন বিপুল দর্শনার্থীর ভিড় ছিল ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে।

এই বিনোদন কেন্দ্রের মালিকানা কর্তৃপক্ষ কনকর্ড এন্টারটেইমেন্টের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম মাহফুজুর রহমান বলেন, “এবারের ঈদে সবাই যাতে পরিপূর্ণ ঈদ আনন্দ করতে পারে সেই দিকে লক্ষ রেখে বিভিন্ন কম্বো প্যাকেজ মূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।”

আশুলিয়ার এই কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং (গো কার্ট), রিসোর্ট আটলান্টিস।

ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টার পার্কের সবচেয়ে জনপ্রিয় রাইডগুলোর মধ্যে অন্যতম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া রয়েছে ফেরিস হুইল, জুজু ট্রেন, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়া, জায়ান্ট স্পল্যাশ, জিপ অ্যারাউন্ড, পনি এ্যাডভেঞ্চার, ইজি ডিজি।

খাবারের জন্য পার্কের ভেতরে রয়েছে আশু ক্যাসল ও ওয়াটার টাওয়ার ক্যাফে, লিয়া রেস্টুরেন্ট। এছাড়া পুরো পার্কের ভেতর ছড়িয়ে রয়েছে আরও অনেক ছোট ছোট ফুড কোর্ট।

মাহফুজুর বলেন, “(ঈদের সময়) দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যাতে নির্বিঘ্নে বিনোদন উপভোগ করতে পারে, আমরা সেইদিকে বিশেষ নজর রেখেছি।

“যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি ছিল আমাদের বিশেষ নিরাপত্তাকর্মী।”