মালদ্বীপে হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলবার সোনার পদক নির্ধারনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ান বম ও নাফিস ইকবাল।
শুরুর তিন ম্যাচে হৃদয় ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬, রামহিম লিয়ান বম ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৬ পয়েন্টে জিতলেও নাফিস ৯-১১, ১০-১২, ৩-১১ ব্যবধানে হেরে যান।
বাংলাদেশের ২-১ ব্যবধানে এগিয়ে থাকার স্বস্তি উবে যায় চতুর্থ ম্যাচে রামহিম ১১-১৩, ১১-৯, ৯-১১, ৪-১১ পয়েন্টে হেরে গেলে। শেষ ম্যাচে শঙ্কার মেঘ হৃদয় উড়িয়ে দেন ৮-১১, ১১-৯, ১১-৯, ১১-৯ পয়েন্টের জয়ে।
পাকিস্তানকে ৩-০, স্বাগতিক মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারানোর পর নেপালের বিপক্ষে জমজমাট লড়াইয়ে ৩-২ সেটে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।