ক্যাটাগরি

মেক্সিকোর ভেরাক্রুজে ২ সাংবাদিককে হত্যা

সাংবাদিক জিয়াসিনিয়া মইনেদো ও শেইলা গারথিয়া কোসোলেয়াতাকে শহরে হামলার শিকার হয়ে মারা গেছেন বলে টুইটারে জানিয়েছে তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মইনেদো ও গারথিয়া একটি গাড়িতে বসে ছিলেন, তখন অজ্ঞাত বন্দুকধারীরা এসে তাদের গুলি করে।

উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ার একটি মহাসড়কের পাশে প্রবীণ সাংবাদিক লুইস এনরিকে রামিরেজকে মৃত অবস্থায় পাওয়ার চার দিন পর দুই সাংবাদিককে হত্যার এ ঘটনাটি ঘটল।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সহিংসতা বিরোধী বিক্ষোভে প্রতিবাদরত দুই নারী। ছবি: রয়টার্স

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সহিংসতা বিরোধী বিক্ষোভে প্রতিবাদরত দুই নারী। ছবি: রয়টার্স

মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা গোষ্ঠী আর্টিকেল ১৯-এর এপ্রিলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বামপন্থি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের প্রশাসনের সময়ে মেক্সিকোতে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে সহিংসতা অনেক বৃদ্ধি পেয়েছে।

আর্টিকেল ১৯-এর তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রামিরেজের মৃত্যুর আগে চলতি বছর মেক্সিকোয় আরও আট সাংবাদিক নিহত হয়েছেন।