ক্যাটাগরি

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা

মা দিবসে রোববার
নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে মেয়ের ছবি প্রকাশ প্রকাশ করলেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়া
জানিয়েছে, প্রিয়াঙ্কা মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের একটি ছবি শেয়ার করলেও মেয়ের মুখ
দেখাননি। তা ঢেকে দিয়েছেন ইমোজিতে।

ছবির সঙ্গে পোস্টে
এক লম্বা বার্তায় সন্তানের সুস্থভাবে বাড়ি ফেরা নিয়ে নিজের উদ্বিগ্নতা জানিয়ে তিনি
লিখেছেন, “এই মাদার্স ডে তে গত কয়েক মাসের
কথা মনে না করে থাকতে পারছি না। ঠিক যেন রোলারকোস্টার রাইড। তবে আমরা এখন জানতে পারছি
যে আরো অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। ১০০ দিনেরও বেশি সময় এনআইসিইউতে কাটিয়ে আমাদের
ছোট্ট মেয়ে অবশেষে বাড়ি ফিরল।

“প্রত্যেক পরিবারের সফর আলাদা। আমাদের
গত কয়েকটা মাস খুব টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই সব
দিনে ফিরে তাকালে মনে হয় প্রতিটা মুহূর্ত কী দামী ছিল!”

নিক জোনাসও নিজের
ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একই ছবি শেয়ার করে স্ত্রী প্রিয়াঙ্কাকে মা দিবসের শুভেচ্ছা
জানিয়েছেন।