বুধবার রোমে আয়োজিত এ সভা থেকে নবগঠিত কমিটিতে পদ পাওয়াদের নাম ঘোষণা করেন ছালিক আহমেদ।
পরিষদের নতুন নেতাদের মধ্যে বক্তব্য দেন সভাপতি এ.টি.এম শাহজাহান, সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল।
জয়নাল আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মিনহাজ হোসেন। প্রধান অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন জালালাবাদ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, ইতালী আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
সাংস্কৃতিক আয়োজনে গান শোনান রত্না বসাক ও মাসুদ রানা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |