ক্যাটাগরি

কোটি তালগাছ লাগানোর পরিকল্পনা বাতিল: প্রতিমন্ত্রী

বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে ওই কর্মসূচি
বাতিল করার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

বজ্রপাতে প্রাণহানি বেড়ে যাওয়ায় ২০১৭ সালে
সরকার ১০ লাখ তালগাছ রোপণের পরিকল্পনা নেয় সরকার।

তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছিলেন, “বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর পরিমাণে
তালগাছ ও নারকেল গাছ রোপণ করা হলে সেগুলো বজ্রনিরোধক দণ্ড হিসেবে কাজ করবে। এজন্য
সরকারিভাবে সারাদেশে ১০ লাখ তালগাছের চারা রোপণ করা হচ্ছে।”

পরে সরকারের তরফে সারাদেশে কোটি তালের
চারা রোপণের পরিকল্পনা জানানো হয়। মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বৃক্ষরোপণ
কর্মসূচিতেও তালগাছ লাগানো হয়েছিল।

বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স
ফোরাম আয়োজিত ‘দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত আমরা’ শীর্ষক সংলাপে এনামুর বলেন,
“৩৮ লাখের
মতো তালগাছ লাগানোর পর দেখা গেল, যত্নের অভাবে মারা যাচ্ছে। তাই এটা বাতিল করে দিয়েছি।
আর একটি তালগাছ বড় হতে ৩০ থেকে ৪০ বছর সময় লাগে।”