ক্যাটাগরি

গউডি২: নতুন এআই চিপ আনছে ইনটেল

রয়টার্স জানিয়েছে, ‘হাবানা ল্যাবস’-এর
দ্বিতীয় প্রজন্মের চিপ ‘গউডি২’। ইনটেল ইসরায়েলভিত্তিক এআই চিপ স্টার্টআপ ‘হাবানা ল্যাবস’
২০১৯ সালে দুইশ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে এআই কম্পিউটিং
খাতে নির্মাতাদের বিনিয়োগ লক্ষ্যণীয় হারে বেড়েছে। বিশেষ করে ডেটা সেন্টারের সঙ্গে
সংশ্লিষ্ট প্রযুক্তিগুলোর মধ্যে এআই কম্পিউটিং বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এআই চিপের বাজারে আগে থেকেই শক্ত অবস্থানে
আছে এনভিডিয়া। এনভিডিয়ার সফটওয়্যার প্ল্যাটফর্ম ‘কুডা (CUDA)’ ব্যবহারে অভ্যস্ত বেশিরভাগ
এআই গবেষক এবং প্রতিষ্ঠান। তাই নতুন এআই চিপ উন্মুক্ত করার পাশাপাশি রয়টার্সকে নতুন
সফটওয়্যার নির্মাণে গুরুত্ব আরোপ করার কথাও জানিয়েছে ইনটেল।

“কুডার ওপর বেশি দিন নির্ভর করতে পারবে
না এনভিডিয়া। এখন প্রশ্ন হচ্ছে, কে এই কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারবে,” রয়টার্সকে
বলেছেন ইনটেলের হাবানা ল্যাবসের প্রধান বাণিজ্য কর্মকর্তা এইতান মেদিনা। ইনটেলের সফটওয়্যারটি
উন্মুক্ত মানের হবে এবং গিটহাব থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন
তিনি।

মেদিনা আরও জানিয়েছেন, হাবানা ল্যাবসের
তৈরি আগের এআই চিপের তুলনায় দ্বিগুণ গতির ‘গউডি২’। চিপটি নির্মাণে ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর
ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (টিএসএমসি)’র সাত ন্যানোমিটার ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার
করেছে প্রতিষ্ঠানটি। আগের চিপটি ছিল ১৬ ন্যানোমিটার আকারের।

এ ছাড়াও নতুন ‘গ্রেকো’ চিপ দেখিয়েছে
ইনটেল। এআই অ্যালগরিদম ব্যবহার করে বিভিন্ন বস্তু চিহ্নিত করতে পারবে চিপটি।

ইনটেলের ডেটা সেন্টার এবং এআই প্রধান
স্যান্ড্রা রিভেরার মতে, আগামী পাঁচ বছরের মধ্যে এআই চিপের বাজারের পরিধি বেড়ে পাঁচ
হাজার কোটি ডলারে পৌঁছাবে।

“আমরা উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে
বাজারের নেতৃত্ব দিতে চাই,” বলেন তিনি। নিজস্ব সফটওয়্যার নির্মাণের পাশাপাশি নিজেদের
প্রকৌশলী দলের সদস্যসংখ্যা বৃদ্ধি আর স্টার্টআপ কেনার পেছনে ইনটেল বিনিয়োগ করবে বলে
জানিয়েছে রয়টার্স।