ক্যাটাগরি

টঙ্গীতে ১৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর চেরাগ আলী এলাকায়
অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তার মো. রুবেল মিয়া (২৩) কুমিল্লার দেবীদ্বার
উপজেলার বড় বালাশঘর এলাকার বাসিন্দা।

বুধবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রুবেল কুমিল্লা
থেকে গাঁজা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যান, রুবেলের মোবাইল
ফোন ও দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। 

রুবেলকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন
ধরে মাদক ব্যবসায় জড়িত। টঙ্গী থানায় মামলা দিয়ে রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।