ক্যাটাগরি

রংপুরে ‘বিষ দিয়ে’ মাছ মারার অভিযোগ

উপজেলার
মায়াবাজার চরচতুরা গ্রামের এই পুকুরে বুধবার সকালে মাছগুলো মরে ভেসে ওঠে।

অভিযোগের
বরাতে হারাগাছ থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, শত্রুতার জেরে আব্দুর রউফ নামে এক কৃষকের
পুকুরে বিষ প্রয়োগ করলে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে
ভুক্তভোগী ওই কৃষক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রতিবেশীদের খবরে পুকুরে
গিয়ে মাছ ভাসতে দেখতে পান। পুকুরে প্রায় এক লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল।

বিক্রি
উপযোগী মাছগুলো মারা গেছে জানিয়ে তিনি আরও বলেন, “কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা
না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।”

এ বিষয়ে
তিনি হারাগাছ থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান আব্দুর রউফ।

অভিযোগ
পেয়েছেন জানিয়ে ওসি বিডিনিউজ টোযেন্টিফৈার ডটকমকে বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তে
গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”