ক্যাটাগরি

অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বুধবার সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জেএসসির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিযোগ মিলছে, এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তরে মন্ত্রী বলেন, “সরকার নির্ধারিত যে ফিগুলো রয়েছে, তার অতিরিক্ত চার্জ কেউ করলে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ করলে আমরা সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

মহামারীতে সারা বিশ্বের মত দেশের শিক্ষাখাতে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন দীপু মনি।

তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনার সুযোগ সবাই পায়নি, আবার যারা পেয়েছে তাদেরও অনেক ক্ষেত্রে ঘাটতি হয়েছে।”

এই ঘাটতি পূরণে এবং শিক্ষার মান অর্জনে ‘কাজ করা হচ্ছে’ জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক।”

বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার যে ঘোষণা দিয়েছে, সে প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ নির্বাচনের দল। কারণ নির্বাচন ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে আমরা দেশ পরিচালনার দায়িত্বে কোনেদিন আসিনি, আমাদের পক্ষে আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ই।

“অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা। গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা, যেহেতু তারা একটি রাজনৈতিক দল, তারা অবশ্যই এ নির্বাচনে অংশগ্রহণ করবে।”