গত রোজায় মার্সেল বাজারে আনে নতুন মডেলের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড
টিভি। সেই সঙ্গে ঈদ উপলক্ষে টিভির ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেয়। এতে ঈদে মার্সেল টিভির বিক্রি অনেক বাড়ে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে ওয়ালটন।
মার্সেলের হেড অব সেলস মো. সাখাওয়াৎ হোসেন জানান, রোজার ঈদকে কেন্দ্র করে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের এলইডি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড
স্মার্টটিভি বাজারে ছাড়ে মার্সেল, যা বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাজারে মার্সেলের বিভিন্ন সাইজের মোট ১৬টি মডেলের বেসিক এলইডি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্টটিভি
পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২৪, ৩২, ৪০ ও ৪৩ ইঞ্চির বেসিক এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯০০ টাকা থেকে ৩৪ হাজার টাকায়।
আর গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্টটিভির
মধ্যে ৩২ ইঞ্চি ২৬ হাজার ৯০০ টাকায়, ৪০ ইঞ্চি ৩৪ হাজার ৯০০ টাকায় এবং ৫৫ ইঞ্চি ৯৪ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।